Last Updated: May 20, 2014 19:33

ফের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা কুনাল ঘোষকে। সাংবাদিকদের এড়িয়ে আদালতের পিছনের গেট দিয়ে বার করে নিয়ে যাওয়া হল সারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কুনাল ঘোষকে। তিনি যাতে কোনওভাবেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন তার জন্য প্রশাসনের তরফে কড়া বন্দোবস্ত রাখা হয়েছিল আদালত চত্ত্বরে। পুলিসের বাধা পেরিয়ে কথা বলতে চাওয়ায় প্রায় ধাক্কা দিয়ে তাঁকে গাড়িতে তোলে পুলিস।
আজ বিধাননগর মহকুমা আদালতে শুনানি ছিল কুনাল ঘোষের। সেই মতো কড়া পুলিসি পাহারায় কোর্টে আনা হয় কুনাল ঘোষকে। তবে আইনজীবীদের কর্মবিরতি থাকায় এদিন কোনও আইনি প্রক্রিয়া হয়নি। এরপরই আদালতের পিছনের গেট দিয়ে বের করা হয় কুনাল ঘোষকে। এর আগেও একাধিকবার ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন কুনাল ঘোষ। তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় শাসকদলকে। সেই ঘটনারই পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
First Published: Tuesday, May 20, 2014, 19:33