Last Updated: Thursday, October 20, 2011, 21:32
বাড়ির আপত্তি ছিল, পাশে ছিলেন শুধু বড়দা। সব আপত্তি উপেক্ষা করে তিনি কৈশোর বয়সেই মনস্থির করে ফেলেন, রামকৃষ্ণ মিশনে যোগ দেবেন। মানবসেবায় উত্সর্গ করবেন নিজের জীবন। ১৯৫১ সালে মঠে যোগদান করেন স্বামী প্রমেয়ানন্দ। ৬০ বছর পর বৃহস্পতিবার শেষ হল সেই মহাজীবনের পথ চলা।