Last Updated: November 27, 2012 16:43

কালি বিল্লি এবার নামছেন বক্সিং রিংয়ে। বরফির অটিস্টিক ঝিলমিল থেকে একলাফে আইকনিক মেরি কম। শক্তিশালী অভিনেত্রীর তকমা আগেই পেয়েছন। এবার নিজের ভার্সাটাইলিটির পরিচয় দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার সংগ্রামী মেরি কমকে নিয়ে ছবি বানাতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আর মেরির চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেছেছেন সঞ্জয়।
আগামী বছরের গোড়ার দিকেই শুটিং শুরু করবেন সঞ্জয়। সূত্রে খবর, মেরির চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজি হননি পিগি চপস। অনেকদিন ধরে অনেক কাঠখড় পুড়িয়ে তাঁকে রাজি করিয়েছেন সঞ্জয়। মেরির জীবনের ওপর তৈরি ছবিতে থাকছে না কোনও নায়ক চরিত্র। যদিও ছবি নিয়ে এখনই মুখ খোলেননি সঞ্জয় বা প্রিয়াঙ্কা কেউই।
এর আগে `দ্রোণ` ছবিতে মার্শাল আর্ট, `ডন টু`তে তাই চি-র নিদর্শন দেখিয়েছেন প্রিয়াঙ্কা। এবারে বক্সিং রিংয়ে পিগি পাঞ্চের অপেক্ষায় রয়েছে বলিউডে।
First Published: Tuesday, November 27, 2012, 16:43