Last Updated: Tuesday, November 27, 2012, 16:43
কালি বিল্লি এবার নামছেন বক্সিং রিংয়ে। বরফির অটিস্টিক ঝিলমিল থেকে একলাফে আইকনিক মেরি কম। শক্তিশালী অভিনেত্রীর তকমা আগেই পেয়েছন। এবার নিজের ভার্সাটাইলিটির পরিচয় দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার সংগ্রামী মেরি কমকে নিয়ে ছবি বানাতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আর মেরির চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেছেছেন সঞ্জয়।