বামেদের ডাকে লোকসভা নির্বাচনের আগে আজ দিল্লিতে ১১দলের বৈঠক

বামেদের ডাকে লোকসভা নির্বাচনের আগে আজ দিল্লিতে ১১দলের বৈঠক

বামেদের ডাকে লোকসভা নির্বাচনের আগে আজ দিল্লিতে ১১দলের বৈঠকলোকসভা নির্বাচনের আগে বামেদের ডাকে আজ দিল্লিতে ফের বৈঠকে বসছে ১১টি দল। লোকসভা ভোটের রণনীতি তৈরি করতে অকংগ্রেসি-অবিজেপি দলগুলির এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বামেরা। মূলত এই বৈঠক থেকেই কেন্দ্রে তৃতীয় বিকল্প গড়ার পথে অনেকটা এগোন যাবে বলে আশা বাম নেতাদের।

আজকের বৈঠকে যোগ দেবেন ADMK, সপা, জেডিইউয়ের মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলি। মূলত তিন ধরনের রণনীতির ওপর আজকের বৈঠকে আলোচনা হতে পারে। সাম্রদায়িকতা এবং ভোট মেরুকরণ রোখার পাশাপাশি, আঞ্চলিক দলগুলির সামনে বিকল্প অর্থনৈতিক মডেলও পেশ করবে বামেরা। ইউপিএ কিংবা এনডিএ-র উদার অর্থনীতির পরিবর্তে সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েম করার দাবি পেশ করা হবে। পাশাপাশি দুর্নীতি রুখতে প্রশাসনিক দায়বদ্ধতার প্রস্তাব পেশ করা হতে পারে।

First Published: Tuesday, February 25, 2014, 09:14


comments powered by Disqus