Last Updated: Friday, February 8, 2013, 09:41
ফের কি বাড়তে চলেছে রেলভাড়া? রেলবাজেটের আগে সেই জল্পনা জিইয়ে রাখলেন রেলমন্ত্রী। ডিজেলের বাড়তি দামের বোঝার কথা বললেও সরাসরি এড়িয়ে গেলেন ভাড়াবৃদ্ধির প্রসঙ্গ। সঙ্গে জানালেন, রেলের পড়ে থাকা প্রকল্পগুলির জন্য অর্থাভাবের কথা।