Raina to lead young team in Bangladesh

ভাগ্যের চাকা ১৮০ ডিগ্রী ঘুরে বাংলাদেশ সফরের অধিনায়ক সুরেশ রায়না

ভাগ্যের চাকা ১৮০ ডিগ্রী ঘুরে বাংলাদেশ সফরের অধিনায়ক সুরেশ রায়নাসত্যি ভাগ্যের চাকা ঘুরে গেল সুরেশ রায়নার। গত এশিয়া কাপে যেখানে খারাপ পারফরমেন্সের জন্য বাদ পড়তে হয়েছিল, এবারে বাংলাদেশ সফরে একবারে অধিনায়কের পদে। এই সফরে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি খেলছেন না। রহিত শর্মা, শিখর ধাওয়ান, অশ্বিন, জাদেজা, সামিদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে যাচ্ছে একবারে তরুণ প্রজন্ম। দলে অবশ্য রবিন উথাপ্পা, ঋদ্ধিমান সাহা সুযোগ পেয়েছেন।

Squad for Bangladesh ODIs:

Suresh Raina (capt.), Robin Uthappa, Ajinkya Rahane, Cheteshwar Pujara, Ambati Rayudu, Manoj Tiwary, Kedar Jadhav, Wriddhiman Saha (wk), Parvez Rasool, Akshar Patel, R Vinay Kumar, Umesh Yadav, Stuart Binny, Mohit Sharma, Amit Mishra

First Published: Wednesday, May 28, 2014, 17:45


comments powered by Disqus