Last Updated: February 27, 2014 12:10

সুপ্রিমকোর্টে ধাক্কা খেল তামিলনাড়ুর জয়ললিতা সরকার। তামিলনাড়ু সরকারের রাজীব গান্ধী হত্যায় দোষী সব্যস্ত চার জনের মুক্তির নির্দেশে স্থগিতাদেশ জানাল শীর্ষ আদালত। আজ সুপ্রিমকোর্ট জানিয়েছে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে কেন্দ্র বা রাজ্য সরকার অপরাধী চারজনকে মুক্তি দিতে পারে কিনা।
ভারতের প্রধান বিচারপতি পি সথশিবম জানিয়েছেন ``আমরা কারোর মুক্তির বিরুদ্ধে নই। কিন্তু কিছু নিয়মনীতি দিয়ে আমরা বাঁধা। পালনীয় নিয়মগুলি প্রতিটি রাজ্যের অবশ্যই জানা উচিৎ।``
তামিলনাড়ু সরকারের রাজীব গান্ধী হত্যার অপরাধী ৭ জনকে মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের অভিযোগ ছিল তামিলনাড়ু সরকারের কোনও অধিকারই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার।
জয়ললিতা সরকার অবশ্য দাবি করে ইচ্ছা করলেই তারা এই চার অপরাধীকে মুক্তি দিতে পারে।
তামিলনাড়ুর রাজ্য সরকার দাবি করেছিল নলিনী শ্রীহরন, রবার্ট পিওয়াস, জয়কুমার ও রবিচন্দ্রনের মুক্তি দিতে কেউই তাদের আটকাতে পারবে না।
First Published: Thursday, February 27, 2014, 12:13