Last Updated: Tuesday, January 21, 2014, 13:39
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ১৫ জন অপরাধীর সাজা বদল করল সুপ্রিম কোর্ট। তাঁদের সকলকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার প্রাণভিক্ষার আবেদনে সিদ্ধান্ত নিতে দেরি করাতেই সাজাবদল হল বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে চন্দন দস্যু বীরাপ্পনের চার সঙ্গী।