Last Updated: Tuesday, January 14, 2014, 17:33
সদ্যজাত শিশুদের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অপরাধে চিকিত্সককে আমৃত্যু কারাদণ্ড দিল চিনের আদালত। ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ৭টি সদ্যজাত শিশুকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ৫৫ বছরের জ্যাং সিকজুয়ার বিরুদ্ধে। শিশুগুলিকে সর্বাধিক ২১,৬০০ ইয়ান বা ৩,৬০০ মার্কিন ডলারে বিক্রি করেছেন জ্যাং সিকজুয়া।