মধ্যমণি মোদী, আশাবাদী রাজনাথ

মধ্যমণি মোদী, আশাবাদী রাজনাথ

মধ্যমণি মোদী, আশাবাদী রাজনাথ আদবানীর জাতীয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে না যাওয়ায় সাংগঠনিক ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। গোয়ায় বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের ইতিবাচক সমাপ্তি টানতে চান রাজনাথ। সবাই `খুশি` হবেন, এমনটাই আশা বিজেপি প্রধানের।

জাতীয় উপদেষ্টা পর্যায়ের বৈঠকের উদ্বোধনী ভাষণে রাজনাথ জানিয়েছেন, "প্রত্যেকে খুশি হয়েই ফিরবে।" এ কথা জানিয়েছেন দলীয় মুখপাত্র প্রকাশ জাভরেকর।

ভাষণের শুরুতেই ছত্তিসগড়ে মাওবাদী হামলার নিন্দা করেছেন তিনি। সেইসঙ্গে গুজরাতের উপনির্বাচনে কংগ্রেসের তিনটি আসন ছিনিয়ে যাওয়ার জন্য মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ। গোয়ার বৈঠকে মুখ্য চরিত্র মোদিই। দলের অন্দরে যেমন জল্পনা, তেমনি সাংবাদিক মহলে গুঞ্জন মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সিদ্ধান্ত গোয়ার সমুদ্রপারেই ঘোষণা করতে পারে বিজেপি।

First Published: Saturday, June 8, 2013, 18:15


comments powered by Disqus