Last Updated: Sunday, June 9, 2013, 11:47
লোকসভা ভোটের আগে বিজেপির প্রচার কমিটির প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করা হতে পারে। আজ গোয়ায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিন। লালকৃষ্ণ আডবাণী ও তাঁর শিবিরের চাপ উপেক্ষা করে আজই মোদীর আরেক দফা রাজনৈতিক উত্থানে দলের সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল রাতে, বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন রাজনাথ সিং।