Last Updated: July 26, 2013 17:22

ভারতীয় জনতা পার্টিতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ঐক্যমত্য রয়েছে। এমনই দাবি করলেন বিজপি সভাপতি রাজনাথ সিং। নিউইয়র্কে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ বিষয়ে কোনও দ্বিমত নেই। তবে এখনই নাম নিয়ে মুখ খুলতে চাননি তিনি। ঠিক সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজনাথ।
যদিও বিজেপির ভাঁড়ারের খবর রাখে এমন যে কাউকে প্রশ্ন করলে জবাব নিশ্চিত, গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী প্রার্থী। নাম ঘোষণা এখন আনুষ্ঠানিক মাত্র। মোদীকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মেনে নিয়েছে শাসক কংগ্রেসও। বিজেপি ক্ষমতায় এলে মোদীই যে প্রধানমন্ত্রী হচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ সিং। তবে কেন প্রার্থীর নাম ঘোষণা করতে এত রাখ ঢাক করছে শীর্ষ নেতৃত্ব, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
First Published: Friday, July 26, 2013, 17:22