Last Updated: August 13, 2012 14:33

গ্রেফতার হলেন যোগগুরু রামদেব। কালো টাকা ইস্যুতে দিল্লির রামলীলা ময়দান থেকে সংসদের পথে এগোচ্ছিলো রামদেব অনুগামীদের মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন রামদেব নিজেই। সেইসময়ই দিল্লি পুলিস গ্রেফতার করে তাঁকে।
কালো টাকা ফেরতের দাবিতে গত ৪ দিন ধরে দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন রামদেব ও তাঁর সমর্থকরা। সোমবার সকালে মিছিল করে সংসদের দিকে যাওয়ার কর্মসূচী ছিল তাঁদের। রামদেবের মিছিল নিয়ন্ত্রিত করতে কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। দিল্লির বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিস। মিছিলের রাস্তায় জায়গায় জায়গায় ব্যারিকেড করা ছিল। সংসদের আড়াই কিলোমিটার দূরে রঞ্জিত সিং ফ্লাইওভারের কাছে মিছিল আটকে দেয় পুলিস। তারপরই গ্রেফতার করা হয় রামদেবকে। যোগগুরুর বক্তব্য অনুযায়ী, তাঁর সমর্থকরা কোনরকম সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেননি। শান্তিপূর্ণ ভাবেই চলছিল মিছিল। শুধু সংসদ পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিলেন তাঁরা। কিন্তু তার আগেই তাঁকে গ্রেফতার করে পুলিস। রামদেবের গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে গেছে মিছিল।
এদিকে কালো টাকা ইস্যুতে রামদেবকে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি। কালো টাকা ইস্যুতে রামদেবকে সমর্থনের কথা জানিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবও।
First Published: Monday, August 13, 2012, 14:36