Last Updated: October 25, 2013 19:10

প্রায় দু দশক ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর তালিকায় রাজত্ব করেছেন সলমন খান। তবে এবার বোধহয় তাঁর জনপ্রিয়তায় টান পড়তে চলেছে। সম্প্রতি মোস্ট ওয়ান্টেড ব্যচেলর সংক্রান্ত একটি প্রতিযোগিতায় সলমনকে পিছনে ফেলে দিয়েছেন রণবীর।
শাদি.কমের ভোটে রণবীর সলমনের থেকে ৭০০০ ভোট বেশি পেয়েছেন। ২৪ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই রণবীরের জনপ্রিয়তা সবথেকে বেশি। মোট ভোটের ৩১.৪ শতাংশ পেয়েছেন রণবীর। সলমন পেয়েছেন ২৫.৬ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। পেয়েছেন ২১.৯৮ শতাংশ ভোট। ২১.০২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।
মহিলাদের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছেন দীপিকা পাডুকোন। ৩২.০২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ, ২৯.৭৬ ভোট। ২০.১৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা ও ১৮.০৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সেলেব্রিটি ওয়াইফের তালিকায় শীর্ষে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন(৩১.৪ শতাংশ ভোট)। সেরা সেলেব্রিটি হাজব্যান্ড হৃতিক রোশন(২৯.১১ শতাংশ ভোট), দ্বিতীয় শাহরুখ খান(২৭.৪ শতাংশ ভোট) ও তৃতীয় সচিন তেন্ডুলকর(২৩.৩১ শতাংশ ভোট) ও চতুর্থ অমিতাভ বচ্চন(২০.১৮ শতাংশ ভোট)।
First Published: Friday, October 25, 2013, 19:10