কলকাতায় প্রচারে এসে হতাশ রণবীর

কলকাতায় প্রচারে এসে হতাশ রণবীর

কলকাতায় প্রচারে এসে হতাশ রণবীর আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির পরিচালনায় রণবীর-দীপিকার  নতুন ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। তার আগে ছবির প্রচারে শহরে ঝটিকা সফর সেরে গেলেন রণবীর কাপুর। শহরের এক নামকরা স্কুলে প্রচারে গিয়ে ছিলেন তিনি। প্রোমোশনে গিয়ে ছবির গানে তালে নাচলেন রণবীর। মাতিয়ে দিলেন ছাত্রছাত্রীদের। প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা। তৈরি হয় রীতিমতো উন্মাদনার পরিবেশ। এর  জেরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। তবে তাতে উচ্ছ্বাসে ভাটা পড়েনি এতটুকুও।

কলকাতায় এসে স্পটফিক্সিংয়ে বলিউডের নাম জড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করলেন সুপারস্টার রনবীর কাপুর। কলকাতায় এসে রনবীর জানান, স্পটফিক্সিং কাণ্ডে বলিউড জড়িয়ে যাওয়াটা দুঃখজনক।

First Published: Thursday, May 23, 2013, 21:33


comments powered by Disqus