Last Updated: Wednesday, November 28, 2012, 22:19
আবার ব্যর্থ করিমের মোহনবাগান। পুনেতে মুম্বই এফসির বিরুদ্ধে ড্র করার পর বুধবার ডেম্পোর কাছে তিন-শূন্য গোলে হারল মোহনবাগান। সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় আইলিগে দলকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল,করিম দায়িত্ব নেওয়ার পর সেই দলের পারফরম্যান্স হঠাত্ই নিম্নমুখী। বুধবার ম্যাচের প্রথম থেকে কোন ছন্দই পায়নি মোহনবাগান। মাঝে কখনও ফেলা,কখনও সাবিথ দুবার ৫০-৫০ সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। আর ছন্নছাড়া মোহনবাগানকে পেয়ে ম্যাচে আটত্রিশ মিনিটেই দুরন্ত মাইনাস থেকে পা ছুঁইয়ে গোল করে যান জোয়াকিম আব্রাহাঞ্চেজ।