বিস্ফোরণের পর আত্মঘাতী মহিলা জঙ্গির মাথা উড়ে গিয়ে পড়ল ২ কিমি দূরে

বিস্ফোরণের পর আত্মঘাতী মহিলা জঙ্গির মাথা উড়ে গিয়ে পড়ল ২ কিমি দূরে, মৃত বেড়ে ১৪

বিস্ফোরণের পর আত্মঘাতী মহিলা জঙ্গির মাথা উড়ে গিয়ে পড়ল ২ কিমি দূরে, মৃত বেড়ে ১৪------------------------------------------------
রাশিয়ার এক রেলস্টেশনে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্যকর খবর মিলল। এক আত্মঘাতী মৃত মহিলা জঙ্গির মাথা উদ্ধার হল স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে।

আত্মঘাতী এই বিস্ফোরণে দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদে প্রাণ হারালেন ১৪ জন। স্থানীয় সূত্রে মৃতের সংখ্যা ১৮। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। আজ ভলগোগ্রাদ স্টেশনে ঘটে এই বিস্ফোরণ। সন্দেহ করা হচ্ছে কোনও মহিলা আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটিয়েছে। মস্কো থেকে মাত্র নশো কিলোমিটার দূরে ভলগোগ্রাদ।

আর ছয় সপ্তাহ পরেই মস্কোর কাছে সোচিতে শুরু হবে শীতকালীন অলিম্পিক। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গত অক্টোবরেও একই রকম আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে ভলগোগ্রাদে। সেক্ষেত্রেও বিস্ফোরণ ঘটিয়েছিল এক আত্মঘাতী মহিলা। আজকের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী দায়স্বীকার করেনি।

First Published: Sunday, December 29, 2013, 19:39


comments powered by Disqus