Last Updated: Sunday, May 5, 2013, 12:33
ব্যাগ খুলতেই বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম পাঁচজন। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার রেলপার্ক এলাকায়। গত মাসের ৩০ তারিখ একটি বিয়েতে অংশগ্রহণ করতে গয়া যান জীতেন্দ্র, রেখা, সোনু, হিমাংশু, বিট্টু এবং পিন্টু সিং। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। জীতেন্দ্র এবং রেখা স্বামী-স্ত্রী। সোনু রেখার ভাই। হিমাংশু, বিট্টু এবং পিন্টু, জীতেন্দ্র-রেখার তিন সন্তান। দু তারিখ গয়া থেকে বাড়ি ফেরেন তাঁরা।