কোথায় অবসর! সচিন মজে ক্রিকেটেই

কোথায় অবসর! সচিন মজে ক্রিকেটেই

কোথায় অবসর! সচিন মজে ক্রিকেটেইঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিলেন সচিন তেন্ডুলকর। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে তাঁর পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তারই জবাব দিতে সচিন বেছে নিয়েছেন ইংল্যান্ড সিরিজকে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকায়  রয়েছেন মাস্টার ব্লাস্টার। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সচিন।

যদিও তিনি এদিন অনুশীলনে ব্যাট করেননি। দলের ক্রিকেটারদের ব্যাটিং প্র্যাকটিসের জন্য বেশির ভাগ সময় বল করেন সচিন তেন্ডুলকর। এর পাশাপাশি ব্যাটসম্যানদের ত্রুটি বিচ্যুতিও শুধরে দেন তিনি।

First Published: Thursday, October 11, 2012, 20:32


comments powered by Disqus