মাধুরীর পর এবার সলমনের সঙ্গে প্রথম ছবিতে জুহি

মাধুরীর পর এবার সলমনের সঙ্গে প্রথম ছবিতে জুহি

মাধুরীর পর এবার সলমনের সঙ্গে প্রথম ছবিতে জুহি জুহির জীবনে এখন সবকিছুই নতুন। যা এতদিনের কেরিয়ারে হয়নি এবারে সে সবই হতে চলেছে। নব্বইয়ের দশকে যা দর্শক ভাবতেও পারেনি সেই মাধুরী-জুহি ম্যাজিক একসঙ্গে ঘটে গিয়েছে পর্দায়। এবারে সলমন খানের সঙ্গে প্রথমবারের জন্য অভিনয় করতে চলেছেন জুহি।

শাহরুখ, আমিরের সঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করলেও সলমনের সঙ্গে কোনওদিনই পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁকে। আগামী বছরই সেই আশা পূরণ হতে চলেছে দর্শকদের। ছবির নাম এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই শুটিং শুরু হবে।

কফি উইথ করণের শোয়ে জুহি বলেছিলেন সলমনের সঙ্গে কাজ করতে চান তিনি। তারপরই এল সুযোগ।

First Published: Tuesday, April 1, 2014, 12:56


comments powered by Disqus