Last Updated: September 14, 2012 17:42

বিগ বি-র পর এবার ফেসবুকে এলেন সলমন খান। শুক্রবার সকালেই নিজের ফেসবুক পেজ লঞ্চ করেছেন সলমন। আর বিকেল গড়াতেই একেবার ২.৬ মিলিয়ন ছুঁয়েছে লাইকস!
নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওয় সলমন বলেছেন, "আমাকে অনেকে বলেছিল ফেসবুকে আমার প্রচুর ফেক পেজ রয়েছে। তাই শেষপর্যন্ত আমি নিজেই ফেসবুকে চলে এলাম। জিতনে ফেক পেজেস হ্যায় ইয়া তো উহ্ জয়েন করলে ইস পেজ কো অওর ক্যায়া কহু ম্যায়? ফেক অফ..."( যত ফেক পেজ রয়েছে তার হয় আমার পেজ জয়েন করো নাহলে আমি এটাই বলতে পারি, ফেক অফ)। অক্টোবরের মধ্যেই সারা ভারতে তাঁর ক্যাম্পেন বিইং হিউম্যান স্টোর খুলতে চলেছেন বলেও ভিডিওতে জানিয়েছেন সলমন।
সলমনের যে এখন বৃহস্পতি তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। যাঁর ছবি ৫ দিনেই একশ কোটির ব্যবসা ছাপিয়ে যাওয়ার রেকর্ড করতে পারে, তাঁর ফেসবুক লাইক যে একদিনেই মিলিয়ন ছাড়িয়ে যাবে সেটাই প্রত্যাশিত। ওয়েলকাম টু ফেসবুক সলমন!
First Published: Friday, September 14, 2012, 17:42