Last Updated: July 13, 2012 16:51

গুজব রটার আটচল্লিশ ঘণ্টার মধ্যে পাকিস্তান যাওয়ার খবর উড়িয়ে দিলেন সলমন। `এক থা টাইগার` ছবির মুক্তি নিয়ে জটিলতা কাটাতে পাকিস্তানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিলেন সল্লু। সম্প্রতি সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। তাদের যুক্তি, ছবিটিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে। `আই এস আই` এবং `র`-এর কার্যকলাপকে প্রকাশ্যে আনা হয়েছে এই ছবিতে। ওই সংস্থার মতে, ছবিটি `আই এস আই` বিরোধী। গুজব রটেছিল পাকিস্তানে ছবিটির মুক্তি নিয়ে জটিলতা কাটাতে মুখ্য অভিনেতা সলমন খান ও পরিচালক কবীর খান সে দেশে যেতে পারেন।
বৃহস্পতিবার দুজনেই অবশ্য সে খবর উড়িয়ে দিয়েছেন। ছবিটির প্রথম গান `মাসাল্লাহ্`-র উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁরা একথা জানান। সলমন বলেন, সংবাদপত্রেই তিনি তাঁদের পাকিস্তান যাওয়ার খবর জানতে পারেন। তবে প্রয়োজন হলে ছবিটির প্রদর্শনের জটিলতা কাটাতে অবশ্যই তাঁরা সে দেশে যাবেন বলেও জানিয়েছেন সলমন। অন্যদিকে পরিচালক কবীর খানও স্পষ্ট করে দেন আপাতত পাকিস্তানে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই। কবীর খান বলেন, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়াতেই প্রতিবেশী রাষ্ট্রে `এক থা টাইগার`-এর ট্রেলর সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
আগামী ১৫ আগস্ট সারা বিশ্বে মুক্তি পাচ্ছে `এক থা টাইগার।`
First Published: Friday, July 13, 2012, 16:53