খালি করে দেওয়া হল সল্টলেক এএমআরআই বেসমেন্ট, Salt Lake AMRI basement clear

খালি করে দেওয়া হল সল্টলেক এএমআরআই বেসমেন্ট

খালি করে দেওয়া হল সল্টলেক এএমআরআই বেসমেন্টসল্টলেক এএমআরআই বেসমেন্ট থেকে সরিয়ে ফেলা হল বিভিন্ন দাহ্য পদার্থ। আজ হাসপাতালের পিছনের গেট দিয়ে এইসব পদার্থগুলি সরিয়ে দিলেন হাসপাতালের কর্মীরা। খালি করে দেওয়া হল হাসপাতালের বেসমেন্ট। গতকাল ঢাকুরিয়া আমরির বেসমেন্টে জমা করে রাখা দাহ্য পদার্থগুলিতে আগুন লাগার পরই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড, যা কেড়ে নিয়েছে অসংখ্য নিরীর মানুষের জীবন। তখনই অভিযোগ উঠেছিল যে সল্টলেক এএমআরআই হাসপাতালের বেসমেন্টেও একইভাবে জমানো রয়েছে দাহ্য বস্তু। আজ সেগুলি সরিয়ে নিয়ে যাওয়ার ছবি সেই অভিযোগকে সত্যি প্রমাণ করল। স্টেবিলাইজার অয়েল সহ বিভিন্ন তরল দাহ্য পদার্থ বেসমেন্টে ছিল বলে জানা গেছে। এছাড়া বর্জ্য পদার্থও ছিল বেসমেন্টে, যা সরানো হয়েছে। গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে সেগুলি। হাসপাতাল সংলগ্ন ড্রেনেও এধরনের বেশ কিছু দাহ্য পদার্থ ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।






First Published: Saturday, December 10, 2011, 19:43


comments powered by Disqus