Last Updated: Tuesday, April 2, 2013, 13:46
আবৃত্তি করলেন, নাচলেন, নাচালেন এবং জয় করলেন। রবীন্দ্রনাথ থেকে ছম্মকছল্লোর অবাধ বিস্তারে যুবভারতী মাতালেন তিনি। ছিলেন পিটবুলও। তবে একদিকে ক্যাটরিনা অন্যদিকে দীপিকাকে সঙ্গে নিয়ে আইপিএলের ষষ্ঠ সংস্করণের বোধন শুধুই বাদশাময়। শাহরুখ কথাও রাখলেন। জৌলুস, চাকচিক্য আভিজাত্যে যুবভারতীতে এবারের বিনোদনী ক্রিকেটের মহাযজ্ঞের সূচনা কয়েক গুণ ছাপিয়ে গেল আগের সব আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে। চোখ ধাঁধানো এই রাজসূয় কর্মকাণ্ডের মায়াবী রাতের সাক্ষী থাকল যুবভারতীর হাজার হাজার দর্শক। সাক্ষী থাকলেন মাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সভাসদরা।