পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের দোরগোড়ায় সানিয়া

পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের দোরগোড়ায় সানিয়া

পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের দোরগোড়ায় সানিয়া অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস খেতাব থেকে মাত্র এক ধাপ দূরে সানিয়া মির্জা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জার্মিলা গাজাদোসোভা ও ম্যাথিউ এডবেনকে হারিয়ে শুক্রবার রোমানিয়ান পার্টনার হোরিয়া টেকাওকে নিয়ে ফাইনালে পৌছে গেলেন সানিয়া। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে অসি জুটিকে ২-৬, ৬-৩, ১০-২ সেটে হারান ইন্দো-রোমানিয়ান জুটি। ফাইনালে সানিয়াদের সামনে ফ্রেঞ্চ-কানাডিয়ান জুটি ক্রিস্টিনা ল্যাডেভোনিক ও ড্যানিয়েল নেস্টর।

সেমি ফাইনালে প্রথম সেট খুইয়ে দ্বিতীয় সেটে দারুন ভাবে খেলায় ফেরেন সানিয়া-হোরিয়া। প্রথম সেটে অসি জুটির ১৬টি উইনারের জবাবে ৮টি উইনার মারেন সানিয়ারা। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের ৯টি আনফোর্সড এরর ও সানিয়াদের ১৫টি উইনার পৌছে দেয় জয়ের দোরগোড়ায়।

ফাইনালে জিতলে মেলবোর্নে এটা সানিয়ার দ্বিতীয় খেতাব হবে। এর আগে ২০০৯ সালে মহেশ ভূপতিকে নিয়ে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন সানিয়া।

First Published: Friday, January 24, 2014, 17:04


comments powered by Disqus