Last Updated: Tuesday, October 8, 2013, 20:50
মা দুর্গা পারে না? অত বড় অসুরটাকে শায়েস্তা করে দিল! আর শরীর খারাপটা ঠিক করে দিতে পারে না? সারা বছর ভাল না থাকা মন, ভাল হয়ে যায়, পুজো আসছে শুনে। কিন্তু ভাল হয় না শরীর। মহিষের মধ্যে আশ্রয় নেওয়া অসুরের মত, শরীরে বাসা বেধেছে বাজে রোগ। এডস্। সারে না। পারে না দুর্গতিনাশিনী--আর ভাল লাগে না। তবু পুজো, আনন্দ ঘরে তোড়জোড় আনন্দময়ীর আবাহনে।