বক্সঅফিসের বিচারে সত্যগ্রহই প্রকাশ ঝা-র সফলতম

বক্সঅফিসের বিচারে সত্যগ্রহই প্রকাশ ঝা-র সফলতম

বক্সঅফিসের বিচারে সত্যগ্রহই প্রকাশ ঝা-র সফলতম মুক্তির প্রথম সপ্তাহান্তে সত্যগ্রহ-র ঝুলিতে এল ৩৯.১২ কোটি টাকা। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া প্রকাশ ঝা-র সবকটি ছবির মধ্যে প্রথম সপ্তাহান্তে সবথেকে বেশি রোজগার করেছে সত্যগ্রহ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানালেন, শুক্রবার সত্যগ্রহর ঝুলিতে এসেছে ১১.২১ কোটি, শনিবার ১৩.০৮ কোটি ও রবিবার ১৪.৮৩ কোটি।

সারা ভারতের ২,৪০০ থেকে ২,৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সত্যগ্রহ। সমালোচকদের প্রশংসা না মিললেও দর্শকদেক পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছে সত্যগ্রহ। গত ৩০ অগাস্ট মুক্তি পেয়েছে সত্যগ্রহ। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অর্জুন রামপাল, করিনা কপূর, মনোজ বাজপায়ী ও অমৃতা রাও।




First Published: Monday, September 2, 2013, 20:54


comments powered by Disqus