Last Updated: October 8, 2013 17:37

শর্তসাপেক্ষে বিসিসিআই সভাপতি হিসাবে এন শ্রীনিবাসনকে চেয়ার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্পট ফিক্সিংকাণ্ডের কালিমা এখনও লেগে থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরেও বোর্ডের গদি পেতে শর্তের মুখে পড়তে হল শ্রীনিকে। আইপিএলের কাজে কোনও রকম হাত দিতে পারবেন না এই শর্তে শ্রীনিকে বোর্ড সভাপতি হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়।
সেই সঙ্গে আইপিএলের স্পট ফিক্সিংকাণ্ডে তিন সদস্যের কমিটিও গড়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন তদন্ত কমিটি নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগল৷ পাশাপাশি, তদন্ত কমিটিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন নাগেশ্বর রাও ও অসম ক্রিকেট সংস্থার সদস্য নিলয় দত্তকেও সামিল করা হয়েছে৷
গতকাল অরুণ জেটলিকে নিয়ে বিসিসিআইয়ের বিশেষ তদন্ত কমিটি গড়ার প্রস্তাবও খারিজ করে দিয় সুপ্রিমকোর্ট৷ আদালত জানিয়ে ছিল, মুম্বই পুলিশ ফিক্সিং নিয়ে নিজেদের তদন্ত চালিয়ে যাবে৷ স্বাধীন তদন্ত চালাবে মুদগলের নেতৃত্বাধীন তদন্ত কমিটিও৷ সুপ্রিমকোর্টে জমা দিতে হবে তদন্ত রিপোর্ট৷
First Published: Tuesday, October 8, 2013, 17:39