Last Updated: Monday, June 24, 2013, 10:29
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর অসাধারণ পারফরমেন্সের জন্য ফাইনালের আগেই ম্যান অফ দ্য সিরিজের ট্রফিটা নিশ্চিত করেছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা শিখর ধাওয়ান।
প্রত্যাশিত ট্রফিটা হাতে পেয়ে সেটাকে উৎসর্গ করলেন উত্তরাখণ্ডের বন্যা দুর্গত মানুষদের প্রতি। অন্য দিকে তাঁর অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিলেন পরিস্থিতি অনুযায়ী যে ক্রিকেটার জ্বলে ওঠেন তাঁর কাছে তিনিই ভাল খেলোয়াড়।
''বহু লোকজন টেকনিক নিয়ে কথা বলেন। কিন্তু আমার কাছে সেই সেরা যে পরিস্থিতি অনুযায়ী উপোযোগী সাড়া দেয়।'' চ্যাম্পিয়ন্স ট্রফি বগলদাবা করে গর্বিত অধিনায়ক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন। সঙ্গে ভূয়ষী প্রশংসায় ভরিয়ে দিলেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা সহ গোটা টিমকেই।