Last Updated: Tuesday, April 23, 2013, 15:51
অন্তত দু`বার খুব ভাল করে মুখ ধুয়ে ফেলা উচিৎ। ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজার আর টোনার কিন্তু মাস্ট। গরমে সারদিনের পরিশ্রম ত্বকেও ক্লান্তি ছাপ রেখে যায়। বাড়ি ফিরে একটু ময়দার সঙ্গে গোলাপ জল, একটু হলুদ বাটা, আর দই বা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। মিশ্রণটা শুকিয়ে গেলে ধুয়ে ফেললেই কেল্লা ফতে। সারাদিনের ক্লান্তি মুছে ত্বক আবআর উজ্জ্বল চনমনে হয়ে উঠবে।