Last Updated: May 29, 2014 12:25

যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের এক নতুন দরজা খুলেদিলেন বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞানীরা। বিশ্বে প্রথমবার আমেরিকান সহকর্মীদের সঙ্গে তাঁরা মানবদেহের ৩০টি অঙ্গের ১৭,০০০ প্রোটিন ম্যাপ করলেন। মানুষের শরীরে জিনোম ম্যাপিংয়ের মতই প্রোটিওম ম্যাপিংয়ের মাধ্যমে একসঙ্গে কয়েক ধাপ এগিয়ে গেল জীববিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র।
Institute of Bioinformatics, National Institute of Mental Health and NeuroSciences (Nimhans),বেঙ্গালুরু ও হপকিংস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই গবেষণা সফল হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ৭২জন বিজ্ঞানীর মধ্যে ৪৬ জনই ভারতীয়।
এই আবিষ্কারের মাধ্যমে ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন মারণ রোগের চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচিত হল।
এখনও পর্যন্ত মানুষের দেহে ২০,৫০০ রকমের প্রোটিনের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে ১৭,২৯৪টি প্রোটিনের ম্যাপিং করে ফেললেন বিজ্ঞানীরা। অর্থাৎ ৮৪% প্রোটিনের ম্যাপিংই সম্পূর্ণ। এর সঙ্গেই ২,৫০০ থেকে ৩০০০ রকমের প্রোটিনকেও এই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যাদেরকে এতদিন "missing proteins" হিসাবে চিহ্নিত করা হত।
First Published: Thursday, May 29, 2014, 12:25