Last Updated: July 4, 2012 23:43

মমতা বন্দ্যোপাধ্যায় শেষপর্যন্ত প্রণব মুখোপাধ্যায়কেই ভোট দেবেন । বুধবার কলকাতায় এসে এই মন্তব্য করলেন এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে তাঁর দাবি, বিকল্প কোনও প্রার্থীর নাম প্রস্তাব করা অগণতান্ত্রিক কাজ নয়। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণার পর কোনও বিরোধিতা হয়নি। শাকিল আহমেদের মতে, এটা ইতিবাচক লক্ষণ।
বুধবার কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন শাকিল আহমেদ। তবে এর ধারেকাছেও দেখা যায়নি তৃণমূল বিধায়কদের। বরং কংগ্রেসের বিরুদ্ধে কতটা কড়া অবস্থান তারা নিতে চলেছে, সেটাই ছিল মুখ্য আলোচ্য বিষয়। শাকিল আহমেদ অবশ্য মনে করেন, কোনও বিকল্প প্রার্থীর নাম প্রস্তাব করা অগণতান্ত্রিক কাজ নয়।
সাংবাদিক সম্মেলনে উঠে আসে সোমেন মিত্র প্রসঙ্গ। তৃণমূলের অভিযোগ, দল ভাঙানোর চেষ্টা করছে কংগ্রেস। এপ্রসঙ্গে অবশ্য দারুণ সতর্ক এআইসিসির সাধারণ সম্পাদক।
অন্যদিকে আগামিকাল কলকাতায় আসছেন কপিল সিব্বল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৩ জন প্রার্থীর নাম প্রস্তাব করেও শেষপর্যন্ত কাউকে রাজি করাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতারা অবশ্য আশাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় শেষপর্যন্ত ভোট দেবেন প্রণববাবুকেই।
First Published: Wednesday, July 4, 2012, 23:46