Last Updated: Tuesday, October 16, 2012, 19:12
রাজ্যে সরকার ছেড়ে বেড়িয়ে এসেছে কংগ্রেস। নতুন সমীকরণে জঙ্গিপুরে ভোটে লড়ে কোনওরকমে জয় পেয়েছেন প্রণব-পুত্র অভিজিত মুখোপাধ্যায়। দেশজুড়ে এফডিআই, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে এই মুহূর্তে কোণঠাসা ইউপিএ টু সরকার। এই পরিস্থিতিতে কীভাবে এগোবে রাজ্য কংগ্রেস? ২০১৪-য় লোকসভা নির্বাচন।