Smriti Irani BJP

স্মৃত্মির হলফনামায় গড়মিল! বিতর্কে কংগ্রেস-বিজেপি শিবিরে

ঘোর বিতর্কে স্মৃত্মি জুবিন ইরানি।গতকালই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। আজ সামনে এল তাঁর হলফনামাতেই রয়েছে গড়মিল। নির্বাচন কমিশনে ২০০৪ ও ১৪ জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে দুরকম তথ্য দিয়েছিলেন স্মৃত্মি ইরানি। নতুন অস্ত্র হাতে পেয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

ছোটপর্দার তুলসি হয়ে একাই সামলে দিতেন সব সমস্যা।কিন্তু, মোদীর সংসারে নিজেই হয়ে উঠেছেন অশান্তির কারণ। তিনি তুলসি, ওরফে স্মৃত্মি জুবিন ইরানি। অমেথিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী, ভোটে হারলেও পেয়েছেন মানব সম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক। সময়টা ভালোই যাচ্ছিল টিম মোদীর সর্বকনিষ্ঠ সদস্যের। সমস্যা শুরু হল মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নটা এল বিরোধী শিবির থেকে।

বিতর্কটা আরও বাড়ল বুধবার। বাড়াল নির্বাচন কমিশনে স্মৃত্মি ইরানির নিজের জমা দেওয়া হলফনামা। ২০০৪ ও ২০১৪ নিজের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে দুরকম তথ্য দিয়েছেন স্মৃত্মি। ২০০৪ হলফনামায় নিজেকে স্নাতক বলে দাবি করলেও, ২০১৪-য় স্মৃত্মি বলেছেন, তিনি স্নাতক স্তরের পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলেন। নতুন অস্ত্র হাতে পেয়ে নতুন করে ময়দানে ঝাঁপিয়েছে কংগ্রেস।

যদিও, স্মৃত্মি বিতর্ককে আমল দিতে চাইছে না বিজেপি। দল আপাতত পাশে দাঁড়ালেও, স্মৃত্মিকে অস্বস্তিতে রাখছেন মধু কিশওয়ার। নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ সমাজকর্মীই প্রথম ট্যুইট করে স্মৃত্মির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কটা তুলেছিলেন। তারপর সামনে এল হলফনামা। এখন দেখার মোদী সংসারে শান্তি ফেরাতে কি ভূমিকা নেন তুলসি ওরফে স্মৃত্মি জুবিন ইরানি।

First Published: Wednesday, May 28, 2014, 22:05


comments powered by Disqus