SP leader Farooqui to join AAP?

আম আদমি পার্টিতে যোগ দিতে চান সপা নেতা কামাল ফারুকি

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টি নেতা কামাল ফারুকি। দলীয় সূত্রের খবর কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেওয়ার অভিপ্সা প্রকাশ করেছেন সপা নেতা।

সমাজবাদী পার্টির প্রাক্তন জাতীয় সম্পাদক ফারুকি এদিন কেজরিওয়ালের বাড়িতে কয়েক ঘণ্টা সময় কাটান। সেখানেই দলে যোগ দেওয়ার কথা বলেন সপা নেতা। কেজরিওয়াল দলের অন্য নেতাদের সঙ্গে কথা বলে তাঁর রায় জানাবেন বলে জানিয়েছেন ফারুকিকে।

বৈঠক শেষে ফারুকি বলেন, "দেশে আপের পক্ষে প্রবল একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আমি কেজরিওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি।" দিল্লির মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়েও দু`চার কথা বলেন ফারুকি। গোটা দেশ আপের সঙ্গে যোগ দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। ৩

আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে ফারুকির কোনও অপরাধ মূলক অতীত না থাকলে, তাঁকে দলে নিতে দলের কোনও আপত্তি নেই।

First Published: Sunday, December 29, 2013, 17:58


comments powered by Disqus