Last Updated: April 1, 2013 20:32

মহাকাশকেও নিজের বাড়িই মনে হয়। ভারতে এসে এমন কথাই বললেন নভশ্চর সুনীতা উইলিয়ামস। ৪৭ বছর বয়সী এই মহাকাশযাত্রী এদিন ন্যাশানাল সায়েন্স সেন্টারে বলেন "মহাকাশ অপূর্ব জায়গা... এখন মহাকাশকেও বাড়ি বলে মনে হয়।"
সায়েন্স সেন্টারের ছাত্র ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, "এর পরের মাহাকাশ যাত্রাতেও আমি মহাকাশযানে থেকে পরবর্তী মিশনের গবেষণায় নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই... আমি কোনওদিন ভাবিনি আমি মহাকাশচারী হব, আমারও অনেক ব্যর্থতা আছে। শেষ পর্যন্ত আমি এখানে এসে পৌঁছিয়েছি।" ছাত্রছাত্রীদের তিনি বলেন যা করার তা ভালবেসে মন দিয়ে করলে তার ফল পাওয়া যায়।
সুনীতা উইলিয়ামস বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী যিনি দু`দফায় মোট ৩২২ দিন মহাকাশে ছিলেন। মোট ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াকের বিশ্ব রেকর্ড আছে তাঁর। তিনি বলেন, "ভাঙার জন্য রেকর্ড তৈরি হয়। আমার রেকর্ডও ভাঙা হবে।" নতুন প্রজন্মকে নতুন জায়গা আবিষ্কারের জন্য উৎসাহিত করতে বলেন সুনীতা।
ইসরোর প্রশংসা করে তিনি বলেন আরও মহিলাকে মহাকাশে যেতে উৎসাহিত করবে এই সংস্থা।
সুনীতা উইলিয়ামস ৩ এবং ৪ এপ্রিল মুম্বইতে থেকে গুজরাটে বাবার বাসস্থানে যাবেন।
First Published: Monday, April 1, 2013, 20:32