Last Updated: Tuesday, April 2, 2013, 14:16
মহাকাশে গিয়ে কি তিনি ভগবানকে দেখতে পেয়েছিলেন? মহাশূন্যে থাকাকালীন কার কথা তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছিল? আজ সায়েন্স সিটিতে ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে এ রকমই সব প্রশ্নের উত্তর দিলেন সুনীতা উইলিয়মস। জানালেন তাঁর মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতার কথা।