হটসিটে শ্রীদেবী

হটসিটে শ্রীদেবী

হটসিটে শ্রীদেবীপ্রায় ২২ বছর ধরে বলিউডের প্রথম সারিতে পাকাপাকি ভাবে রাজত্ব করে অভিনয় ছেড়েছিলেন শ্রীদেবী। হিন্দি সিনেমার ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে রাজত্ব করার রেকর্ড আর কোনও অভিনেত্রীর নেই। আর তাই ১৫ বছর পর তাঁর ক্যামব্যাক নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চরমে। কিন্তু শ্রীদেবীর ক্যামব্যাক বলে কথা! দর্শকদের প্রত্যাশাও গগণচুম্বী। তাই প্রোমোশনের জন্য কেবিসির মঞ্চকেই বেছে নিলেন চাঁদনি। `কওন বনেগা ক্রোড়পতি সিজন ৬`-এর হটসিটে বসতে চলেছেন শ্রীদেবী।

নবাগত পরিচালক গৌরী শিন্ডের `ইংলিশ ভিংলিশ` ছবি দিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ৪৯ বছরের শ্রীদেবী। প্রসঙ্গত, এই ছবিতে ক্যামিও রোলে রয়েছেন বিগ বিও। ১৯৯২ সালে মুক্তি পাওয়া `খুদা গাওয়া`র ২০ বছর পর শ্রীদেবীর সঙ্গে অভিনয় করে অভিভূত অমিতাভ টুইট করেছিলেন, "শ্রীদেবী এখনও একইরকম...উচ্ছ্বল, স্বতস্ফূর্ত, প্রাণবন্ত"। `খুদা গাওয়া` ছাড়াও `আখরি রিস্তা` এবং `ইনকিলাব` ছবিতেও শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ।

আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে `ইংলিশ ভিংলিশ`।






First Published: Monday, September 17, 2012, 22:19


comments powered by Disqus