Last Updated: Friday, September 7, 2012, 19:40
"আদাব, আদর, অভিনন্দন, আভার"। রাত ৯টা বাজলেই আরও একবার টেলিভিশনের পর্দায় গুরুগম্ভীর স্বরে ধ্বনিত হবে শব্দগুলি। কোট, টাই সুবেশিত দীর্ঘাঙ্গি মনুষটি অভ্যর্থনা জানাবেন দেশবাসীকে। আর সেই অমোঘ আকর্ষণে টেলিভিশনের সামনে সপরিবারে বসে পড়বেন লক্ষ লক্ষ ভারতবাসী।