Last Updated: March 11, 2013 15:41

বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ক দিন পরেই পঞ্চায়েত ভোট। তাঁর দল বিভিন্ন ইস্যুতে কোণঠাসা। এ হেন পরিস্থিতিতে অর্থমন্ত্রী এই বাজেটে কল্পতরু হয়ে ওঠার চেষ্টা করলেন। তবে দেখা গেল অমিত মিত্রর বাজেটের পর দাম বাড়বে সব কিছুর। কারণ ভ্যাট বাড়ল এক শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ কিছু দিকআট কোটি টাকার ঘাটতি বাজেট পেশ
বাড়ল ভ্যাট, তাই সব জিনিসের দাম বাড়বে। ব্যতিক্রম শুধু সোনা ও রুপোর গয়না।
নিম্ন ও ঊধ্বসীমায় ভ্যাট বাড়ল ১ শতাংশ করে
সিগারেটে শুল্ক বাড়ল ২৫ শতাংশ
মাসিক ৭ হাজার টাকা পর্যন্ত আয়ে প্রফেশনাল ট্যাক্স ছাড় দেওয়া হল
এক নজরে দেখে নেওয়া যাক কী খাতে কত বরাদ্দ করা হলপর্যটন শিল্পে বরাদ্দ ৩৯,৭৮৬ কোটি টাকা
গ্রামোন্নয়নখাতে বরাদ্দ ২৯৯০ কোটি টাকা
বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ২৬ হাজার ৬৭৪ কোটি টাকা
শ্রম শিক্ষায় বরাদ্দ ২০০ কোটি টাকা
পঞ্চায়েত, জনস্বাস্থ্য ও স্বনির্ভর প্রকল্পে বরাদ্দ ছাঁটাই
সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ ৩৫০ কোটি টাকা থেকে বেড়ে ৮৫৯ কোটি টাকা
কৃষিক্ষেত্রে বাড়ল বাজেট বরাদ্দ
কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক বরাদ্দ ৭৫০ কোটি টাকা
ভূমি ও ভূমি সংস্কারে বরাদ্দ ৮০ কোটি টাকা
পুর ও নগরোন্নয়নে বরাদ্দ বেড়ে ২০৪৪ কোটি টাকা
খাদ্য সরবরাহ খাতে বরাদ্দ ১১৮ কোটি টাকা
শ্রম দফতরে বরাদ্দ ২০০ কোটি টাকা
সেচের খাতে বরাদ্দ ১৭২৭.৫০ কোটি টাকা
স্বাস্থ্যখাতে বরাদ্দ ১২৬০ কোটি টাকা
রাজস্ব সংগ্রহের লক্ষমাত্রা রাখা হয়েছে ৩১ হাজার কোটি টাকা
উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ২৭০ কোটি টাকা
শ্রম দফতরে বরাদ্দ ২০০ কোটি টাকা
স্কুল খাতে বরাদ্দ ৩২০৩.৫২ কোটি টাকা
তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ ১১৩ কোটি টাকা
কৃষিখাতে বরাদ্দ ৫৮৫ কোটি টাকা
পরিবহণ খাতে বরাদ্দ ৩৮০ কোটি টাকা
ক্রীড়াখাতে বরাদ্দ ১১৩ কোটি টাকা
কী কী ঘোষণা করলেন--পঞ্চায়েত এলাকায় তিন হাজার কিমি রাস্তা হবে ঘোষণা অর্থমন্ত্রীর
১৩ লক্ষ ১৪ হাজার কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা করেও বেকার-ভাতা চালু করছে রাজ্য
আগামী এক বছরে ৩ হাজার কিলোমিটার সড়কপথ তৈরি করবে রাজ্য সরকার
বেলেঘাটা, বাগজোলা এবং টালিনালা খাল পুনরুজ্জীবনেরও উদ্যোগ
কী কী দাবি করলেনকর্মসংস্থানে লক্ষ্যমাত্রা পেরনোর দাবি
রাজ্যে শিল্পবৃদ্ধির হার ৬.২ শতাংশ
রাজস্ববৃদ্ধির হার ছাপিয়ে গিয়েছে লক্ষ্যমাত্রা
আগামী এক বছরে ৩ হাজার কিলোমিটার সড়কপথ তৈরি
First Published: Tuesday, March 12, 2013, 13:41