Last Updated: Saturday, March 15, 2014, 18:50
কাদম্বরী মরে প্রমাণ করেছিল সে মরেনি। অনেকটা সেই রকমই করে দেখালেন মিসিসিপির ৭৮ বছর বয়সী কৃষক। কিছুদিন আগেই কিছুদিন আগেই বিশ্বজুড়ে খবরের হেডলাইন তৈরি করেছিলেন তিনি। ওয়ালটার উইলিয়মস নামের ওই বৃদ্ধ শবদেহ বহনকারী ব্যাগের মধ্যে থেকে হঠাৎই বেঁচে উঠেছিলেন উইলিয়মস।এবার সত্যি সত্যিই মারা গেলেন উইলিয়াম।