Last Updated: January 4, 2012 12:39

গতকাল ব্রিটেনের বেশিরভাগে অঞ্চলের ওপর দিয়েই বয়ে গিয়েছে ১৬০ কিলোমিটার বেগের ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়। দুর্যোগের প্রকোপে দেশের এক লক্ষেরও বেশি পরিবারে বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কেন্ট কাউন্টিতে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মারা গিয়েছেন একজন। দেশজুড়ে বহু মানুষ আহত। স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে এবং ওয়েলসেও একই অবস্থা। তবে আবহাওয়া দফতর আগে থেকেই ঝড়ের পূর্বাভাস দেওয়ায় ব্যাপক মাত্রায় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।
First Published: Wednesday, January 4, 2012, 13:30