Last Updated: Thursday, November 15, 2012, 17:46
চিকিত্সকরা গর্ভপাত না করায় আয়ারল্যান্ডে এক ভারতীয় মহিলার মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যাথলিক ধর্মে নিষিদ্ধ হওয়ায় ৩১ বছরের সবিতা হালাপ্পানাভারের মৃত্যু নিশ্চিত জেনেও গর্ভপাত করতে রাজি হননি আয়ারল্যান্ডের গ্যালওয়ে হাসপাতালের চিকিত্সকরা। বিভিন্ন মহলে দাবি উঠেছে এ ব্যাপারে বিদেশমন্ত্রক ব্যবস্থা নিক। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, ডাবলিনের ভারতীয় দুতাবাসে বিষয়টির দিকে নজর রাখছে।