সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টসুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা গেছে। দেহে আঘাতের চিহ্ণ রয়েছে। ময়নাতদন্তের এই রিপোর্টের পর সুনন্দা মৃত্যু রহস্য আরও জটিল আকার নিল। লীলা প্যালেস হোটেলের একাধিক কর্মীকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। খতিয়ে দেখা হয়েছে হোটেলের তিনতলার সিসিটিভি ফুটেজও।

গত কয়েকদিনের টুইট বিতর্কে জল ঢেলে সুনন্দা পুষ্কর এবং শশী থারুর জানিয়েছিলেন তাঁরা সুখী দম্পতি। কিন্তু শুক্রবার রাতে লীলা প্যালেস হোটেলে সুনন্দা পুস্করের অস্বাভাবিক মৃত্যুর পর সব হিসেব পালটে গেল। হোটেলের ৩৪৫ নম্বর স্যুইট থেকে উদ্ধার হয় সুনন্দার নিথর দেহ।

শুক্রবার রাত নটা নাগাদ সরোজিনী নগর থানায় ফোন করে সুনন্দার মৃত্যুর খবরটি জানান শশী থারুরের ব্যক্তিগত সচিব অভিনব কুমার। খবর পেয়ে হোটেলে গিয়ে তদন্ত করেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিরাও। হোটেলের তিনতলার সিসিটিভি ফুটেজের পাশাপাশি সুনন্দার মোবাইল ফোনের কললিস্ট এবং টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জেরা করা হয় হোটেলের একাধিক কর্মীকেও। তিনশো পঁয়তাল্লিশ নম্বরের যে ঘরটিতে ওই দম্পতি ছিলেন সেই ঘরটিতেও চিরুনি তল্লাসি চালায় পুলিস। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বুকে ব্যাথা অনুভব করায় এইমসে ভর্তি করা হয় শশী থারুরকে। পরে অবশ্য অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে সুনন্দার মৃত্যুর খবর পেয়ে টুইটারে পোস্ট করেছেন পাক সাংবাদিক মেহের তারার

তিনি লিখেছেন

হায় ভগবান। সুনন্দা তুমি এটা কি করলে?

আমি একটু আগে উঠে খবর দেখলাম। আমি প্রচণ্ড হতাশ। এটা এতটাই দুঃখজনক যে ভাষায় প্রকাশ করা যায় না। সুনন্দার আত্মার শান্তি কামনা করি।

শনিবার সকালে ময়না তদন্তের জন্য এইমসে নিয়ে আসা হয় সুনন্দা পুষ্করের দেহ। সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। সুনন্দার দেহে আঘাতের চিহ্ণ রয়েছে বলেও জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

First Published: Saturday, January 18, 2014, 20:30


comments powered by Disqus