Sunanda Tharoor died of poisoning, magistrate orders further probe into her death

ময়নাতদন্তে প্রমাণ বিষেই মৃত্যু সুনন্দার, তদন্তের নির্দেশ ম্যাজিস্ট্রেটের

কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে বিষক্রিয়াকেই দায়ী করছে ময়নারতদন্তের রিপোর্ট। তার ভিত্তিতেই পুষ্করের মৃত্যুর তদন্তে নতুন করে জোর বাড়ানোর নির্দেশ দিল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

শুক্রবার দিল্লির পাঁচ তারা হোটেল থেকে সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়। গতকালই এআইএমএস হাসপাতালের তরফে ময়নাদন্তের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেজিস্ট্রেটের হাতে। সুনন্দার শরীর থেকে অবসাদ মুক্তির ওষুধ অলপ্রাজোলামের নমুনা মিলেছে। শুক্রবার বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে মন্ত্রীর স্ত্রীর মৃত্যু হয়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে এখনও কেউ অভিযোগ না করায় শশী থারুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারছে না পুলিস। নির্দেশ দেননি ম্যাজিস্ট্রেটও। এর আগে স্ত্রীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডেকে চিঠি লিখেছিলেন শশী।


First Published: Tuesday, January 21, 2014, 17:56


comments powered by Disqus