Last Updated: April 2, 2013 14:16

মহাকাশে গিয়ে কি তিনি ভগবানকে দেখতে পেয়েছিলেন? মহাশূন্যে থাকাকালীন কার কথা তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছিল? আজ সায়েন্স সিটিতে ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে এ রকমই সব প্রশ্নের উত্তর দিলেন সুনীতা উইলিয়মস। জানালেন তাঁর মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতার কথা।
পরে, সাংবাদিক সম্মেলনে বললেন, তিনি আরও বেশি সংখ্যায় ভারতীয়দের মহাকাশে দেখতে চান। তাঁর ভারতে আসার অভিজ্ঞতা অসাধারণ বলেও জানান ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নভশ্চর। আগামিদিনে মানুষ মহাকাশে আরও দুরবর্তী জায়গায় যেতে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করেন সুনীতা।
গতকাল দিল্লি থেকে শুরু হয়েছে তাঁর সাম্প্রতিক ভারত সফর। দিল্লিতে ন্যাশানাল সায়েন্স সেন্টারে সুনীতা বলেন, "মহাকাশ অপূর্ব জায়গা... এখন মহাকাশকেও বাড়ি বলে মনে হয়।"
কলকাতার পর তিনি মুম্বই ও আমেদাবাদ যাবেন।
First Published: Tuesday, April 2, 2013, 16:51