ব্যোমকেশ সুশান্তের প্রথম ঝলক

ব্যোমকেশ সুশান্তের প্রথম ঝলক

ব্যোমকেশ সুশান্তের প্রথম ঝলক দিবাকর ব্যানার্জি পরিচালিত ছবিতে ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। প্রকাশিত হল ফার্স্ট লুক। ব্যোমকেশ সাজতে প্রচুর ওজন ঝরিয়ে ফেলেছেন সুশান্ত।

যশরাজ ফিল্মস ও দিবাকর ব্যানার্জি যৌথ প্রযোজিত ছবিতে ১ ৯৪২সালের কলকাতাকে তুলে ধরতে কোনও কসরত্ ছাড়েননি পরিচালক। ৮ কেজি ওজন কমিয়েছেন সুশান্ত। শিখেছেন বাঙালি আদবকায়দাও। বললেন, এখানে থাকার শুরু থেকেই বাঙালিদের ও তাদের আদবকায়দা ভাল করে লক্ষ্য করছি আমি। ওদের ভাল করে বুঝতে স্থানীয় বাঙালি খাবার খাচ্ছি। শধু তাই নয়, ১ ৫ দিনব্যাপী সময়ে প্রচুর থিয়েটার কর্মাশালাতেও যাবেন সুশান্ত।

ছবি ও খবর সৌজন্যে হিন্দুস্তান টাইমস।

First Published: Friday, February 7, 2014, 23:58


comments powered by Disqus