Last Updated: Thursday, August 23, 2012, 22:02
যশ রাজ ফিল্মের পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং ও শ্রীদেবী-তনয় অর্জুন কাপুরকে। পরিচালনায় রয়েছেন `মেরে ব্রাদার কি দুলহন` ছবির পরিচালক আলি আব্বাস জাফর। যশ রাজ ফিল্মের একজন মুখপাত্র এই খবর জানিয়েছেন। তবে রণবীর-অর্জুনের বিরোধ বলিউডে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বি-টাউনে গুঞ্জন, অর্জুনের সঙ্গে নায়িকা অনুষ্কা শর্মার ঘনিষ্ঠতাই নাকি রণবীরের সঙ্গে তাঁর বিরোধের প্রধান কারণ। ঘটনাচক্রে এছবির গল্পও দুই বন্ধুকে নিয়ে, যাঁরা একই মেয়ের প্রেমে পড়েন।