Last Updated: March 11, 2013 11:36

হাইকোর্টের অটোতে মিটার বসানোর নির্দেশের বিরোধিতা করে আদালতে যাওয়ার কথা ভাবছে ট্যাক্সি মালিক সংগঠনগুলি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেল সাড়ে চারটে নাগাদ বৈঠকে বসছে সংগঠনগুলি।
গত শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, আট সপ্তাহের মধ্যে প্রতিটি অটোতে মিটার বসাতে হবে। দিল্লি, হায়দরাবাদ, প্রভৃতি শহরে অটোতে মিটার থাকলেও রাজ্যে এই ব্যবস্থা নেই। অটোতে মিটার বসানো হলে ট্যাক্সির ক্ষেত্রে ব্যবসা মার খাবে বলে আশঙ্কা ট্যাক্সি মালিকদের।
First Published: Monday, March 11, 2013, 11:36